স্কুলছাত্রকে গাছের সাথে বেঁধে রাতভর নির্যাতন, গ্রেফতার ২ 266 0
খবরের সময় ডেস্ক
সুন্দরগঞ্জে গরু চুরির মিথ্যা অপবাদে এক স্কুলছাত্রকে গাছের সাথে হাত-পা বেঁধে মারধর করার অভিযাগ উঠেছে। এ ব্যাপারে মামলা হলে রোববার রাতে দু'জনকে গ্রেফতার করে পুলিশ
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ জামান জানান, শনিবার রাতে উপজেলার দহবন্দ ইউনিয়নেরর ধুমাইটারী গ্রামের বাসিন্দা রাজা মিয়ার গোয়াল ঘর থেকে একটি গরু চুরি হয়। পরে চোর সন্দেহে পাশের বাড়ির অষ্টম শ্রেণি পড়ুয়া রাফিকুল ইসলামকে ধরে নিয়ে সারারাত গাছের সাথে বেঁধে নির্যাতন করেন রাজা মিয়া। তবে গরু চুরির বিষয় অস্বীকার করে ওই
খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে রাফিকুলকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।মামলার পর রোববার রাতে রানা মিয়া ও আব্বাস মিয়া নামের দু'জনকে গ্রেফতার করে সুন্দরগঞ্জ থানা পুলিশ
এ ঘটনায় ওই শিক্ষার্থীর বড় ভাই রফিকুল ইসলাম ১৩ জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।